.
.
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (bjri)
Deadline: 9 July 2024
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
স্থানঃ বাংলাদেশ
আরো দেখুন ……….
- কৃষি তথ্য সার্ভিস (ais) এ বিভিন্ন পদে নিয়োগ
- ২০৯ পদে সমাজসেবা অধিদপ্তর (dss) এ নিয়োগ
- ১৯৩ পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (bcic) এ নিয়োগ (সংশোধিত)
- ৪২৩ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (brdb) এ ২টি নিয়োগ (পুনঃ সংশোধিত)
- ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (latc) নিয়োগ


৫০ পদে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (bjri) এ নিয়োগ বিজ্ঞপ্তি ০৮/০৭
🇧🇩~ নিয়োগ বিজ্ঞপ্তি ~🇧🇩
আবেদন শুরুঃ ৯ জুন ২০২৪
পদ সংখ্যাঃ ৫০ টি
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (bjri)
আবেদন ফিঃ ১১২/- , ২২৩/- ও ৫৫৮/- টাকা
পদের নামঃ
- Sub-Assistant Engineer (Machine Design & Development Section (উপ-সহকারী
- প্রকৌশলী (মেশিন ডিজাইন ডেভেলপমেন্ট সেকশন)
- Scientific Assistant (বৈজ্ঞানিক সহকারী)
- Junior Field Assistant (জুনিয়র মাঠ সহকারী)
- Upper Division Assistant (উচ্চমান সহকারী)
- Upper Division Assistant cum cashier (উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার
- Store Keeper (স্টোর কিপার)
- Steno-Typist cum Computer Operator (সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর)
- Store Keeper (গুদাম রক্ষক)
- Junior Field Assistant (Permanent ) (জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট(স্থায়ী))
- Junior Field Assistant (Impermanent) (জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (অস্থায়ী))
- Office Assistant-cum- Computer Typist (Permanent) (অফিস সহকারী কাম-কম্পিউটার
- মুদ্রাক্ষরিক (স্থায়ী))
- Office Assistant cum Computer Typist (Impermanent) (অফিস সহকারী কাম-
- কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী))
- Office Support staff (Permanent) (অফিস সহায়ক)
আবেদন শেষঃ ৮ জুলাই ২০২৪
আবেদন লিংকঃ http://bjri.teletalk.com.bd/
সম্পূর্ণ সার্কুলার পিডিএফঃ http://bjri.teletalk.com.bd/docs/bjri_new_circular_2024.pdf
.
.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
সংস্থাপন শাখা www.bjri.gov.bd
কৃষিই সমৃদ্ধি
নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখ-০২-০৬-2024
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) এর নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে:
ক্রমিক
নম্বর
পদের নাম, বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী) উপ-সহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন
পদের সংখ্যা
এন্ড ডেভেলপমেন্ট সেকশন) (স্থায়ী)
(এক)টি
১৬০০০-৩৮৬৪০/- (গ্রেড-১০)
বৈজ্ঞানিক সহকারী (স্থায়ী)
১১০০০-২৬৫৯০/- (গ্রেড-১৩)
08
(চার)টি
যোগ্যতা
যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ
কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
কমপক্ষে ২য় বিভাগে বিএসসি পাস/বয়ন
প্রকৌশলীতে ডিপ্লোমা/ প্রকৌশলীতে ডিপ্লোমা/ দুই বৎসরের অভিজ্ঞতাসহ বয়ন কোর্সে
সার্টিফিকেটধারী।
আবেদন করতে পারবেন ।
কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল,
জুনিয়র মাঠ সহকারী (স্থায়ী)
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
১২
(বারো)টি
8
উচ্চমান সহকারী (স্থায়ী)
গ্রাজুয়েট।
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
(তিন)টি
উচ্চমান সহকারী-কাম-ক্যাশিয়ার (স্থায়ী)
গ্রাজুয়েট।
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
(এক)টি
স্টোর কিপার (স্থায়ী)
স্নাতক বা সমমানের ডিগ্রী।
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
(এক)টি
সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
03
(স্থায়ী)
(তিন)টি
১০২০০-২৪৬৮০/- (গ্রেড-১৪)
&
গুদাম রক্ষক (স্থায়ী)
গ্রাজুয়েট।
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
(এক)টি
সাঁটলিপিতে ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৬০ ও
৪০ শব্দের গতিসম্পন্ন এবং মুদ্রাক্ষরিক ইংরেজী ও বাংলায় যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের গতিসহ এইচএসসি পাস।
ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং
৯
জুনিয়র ফিল্ড এ্যাসিসটেন্ট (স্থায়ী)
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
(এক)টি
কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
হবিগঞ্জ ।
১০
জুনিয়র ফিল্ড এ্যাসিসটেন্ট (অস্থায়ী)
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
(দুই)টি
কৃষি ডিপ্লোমা/কৃষি সনদ/এইচএসসি (কৃষি)। কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে।
তবে এতিম
শারীরিক
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
০৯
(স্থায়ী)
(নয়)টি
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১২
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
এইচএসসি পাস। বাংলা ও ইংরেজীতে প্রতি মিনিটে ২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক।
এইচএসসি পাস। বাংলা ও ইংরেজীতে প্রতি মিনিটে
প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
(অস্থায়ী)
(এক)টি
২০ ও ৩০ টাইপের গতি আবশ্যক।
৯৩০০-২২৪৯০/- (গ্রেড-১৬)
১৩
অফিস সহায়ক (স্থায়ী)
বাস্তব অভিজ্ঞতাসহ ৫ম শ্রেণী পাস।
৮২৫০-২০০১০/- (গ্রেড-২০)
(এগারো)টি
Ima
H:\2024\নিয়োগ\Letter (Teletalk) Grade 10 – 20.docx
গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ,
ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম,
বান্দরবন, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ,
চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট,
চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট,
মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ ।
তবে
এতিম
の
শারীরিক
প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
(চলমান পাতা-২)
আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম ও জন্ম তারিখ (এসএসসি সনদ, বা এনআইডি অনুযায়ী) অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করা হবে।
মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণ করা হবে না।
বয়সসীমা (০৮ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী)
ক) আবেদনকারীগণের বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
খ) মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীগণের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
গ) বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/নাতি-নাতনী হলে তার মুক্তিযোদ্ধা সংক্রান্ত সনদপত্র/গেজেট এবং আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার নাতি-নাতনী এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র/প্যানেল মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদের সত্যতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যাচাই করা হবে।
আবেদনকারীগণের মোবাইল ফোনে Teletalk Bangladesh Limited হতে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) SMS এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলিঃ
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bjri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ-
খ)
গ)
ঘ)
ঙ)
•
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯-০৬-২০২৪, সকাল ১০:০০ টা।
Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৮-০৭-২০২৪, বিকাল ০৪:০০ টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০×প্রস্থ ৮০) pixel ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ ×প্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit- করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মত ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit-করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit-করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা এবং টেলিটকের কমিশন চার্জ বাবদ ৫৮/-(আটান্ন) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৫৮/- (পাঁচশত আটান্ন) টাকা, ক্রমিক নং-২-১২ এ উল্লিখিত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা এবং টেলিটকের কমিশন চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ অফেরতযোগ্য মোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নং-১৩ এ উল্লিখিত পদের জন্য ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের কমিশন চার্জ বাবদ ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না” ।
প্রথম SMS: BJRI < space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : BJRI ABCDEF Reply: Applicant’s Name, T……………. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BJRI <space> Yes <space>PIN and send to 16222.
দ্বিতীয় SMS: BJRI<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : BJRI YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for BJRI Application for post xxxxxxxxx. User ID is (ABCDEF) and Password (xxxxxxxx )
(চলমান পাতা-৩)
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bjri.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online-এ আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন;
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে: BJRI<space>Help<space>User<space>User ID & Send to 16222
Example : BJRI Help User ABCDEF & Send to 16222
PIN Number জানা থাকলে: BJRI<space>Help<space>PIN<space>PIN No & Send to 16222 Example : BJRI Help PIN 12345678 & Send to 16222 কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষমতা সংরক্ষণ করবেন। বাস্তবতার নিরিখে পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
H:\2024\নিয়োগ\Letter (Teletalk) Grade 10 – 20.docx
শহর
Joon Ets 0210412028
(ড. এস, এম, মাহবুব আলী) পরিচালক (প্রশাসন ও অর্থ)
ফোন-58151241 ইমেইল-bjriinfo@yahoo.com
Top Search Keyword:
চাকরির বিজ্ঞপ্তি
গার্মেন্টস চাকরি বেতন 2024
আর্জেন্ট চাকরি
সরকারি চাকরি
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা
চাকরির খবর
চাকরির খবর সাপ্তাহিক
চাকরির ডাক
চাকরির বিজ্ঞপ্তি 2024
গার্মেন্টস চাকরি বেতন 2024
মালিকানা ড্রাইভার চাকরি
সরকারি চাকরি app
bd job চাকরি
সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2024
ইপিজেড গার্মেন্টস চাকরির বিজ্ঞপ্তি 2024
কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2024
সৌদি আরবে চাকরির বিজ্ঞপ্তি 2024
শোরুম চাকরির বিজ্ঞপ্তি 2024
এইচএসসি পাস চাকরির বিজ্ঞপ্তি 2024
সরকারি চাকরির বিজ্ঞপ্তি
খুলনা চাকরির বিজ্ঞপ্তি 2024
কুমিল্লা চাকরির বিজ্ঞপ্তি 2024
যশোর চাকরির বিজ্ঞপ্তি 2024
ansar vdp চাকরির বিজ্ঞপ্তি
boesl চাকরির বিজ্ঞপ্তি 2024
সরকারি চাকরির খবর ২০২৪
সরকারি চাকরির খবর
বেসরকারি চাকরির খবর
চলমান সরকারি চাকরির খবর ২০২৪
বেসরকারি চাকরির খবর ২০২৪
সরকারি চাকরির বিজ্ঞপ্তি
এনজিও চাকরির খবর
এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৪
এনজিও চাকরির আবেদন পত্র
এসএসসি পাশে এনজিও চাকরি
এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
এইচএসসি পাশে এনজিও চাকরি
এনজিও চাকরির খবর ২০২৪
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১৪ জুন ২০২৪
সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ১৪ জুন ২০২৪
সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা ১৪ জুন ২০২৪