জাতীয় বাতজ্বর হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (nccrfhd) তে বিভিন্ন পদে নিয়োগ

Daily Jobs Circular

.

.


Deadline:
30 Jun 2024

উৎসঃ দৈনিক ইত্তোফাক

স্থানঃ বাংলাদেশ

আরো দেখুন ……….

জাতীয় বাতজ্বর হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (nccrfhd) তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ৩০/০৬

🇧🇩~ নিয়োগ বিজ্ঞপ্তি ~🇧🇩

আবেদন শুরুঃ ১০ জুন ২০২৪

পদ সংখ্যাঃ ৩ টি

প্রতিষ্ঠানঃ জাতীয় বাতজ্বর হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (nccrfhd)

আবেদন ফিঃ ২২৩/- টাকা

পদের নামঃ

  • Statistician (পরিসংখ্যানবিদ)
  • Driver (ড্রাইভার)

আবেদন শেষঃ ৩০ জুন ২০২৪

আবেদন লিংকঃ http://nccrfhd.teletalk.com.bd/posts.php

সম্পূর্ণ সার্কুলার পিডিএফঃ http://nccrfhd.teletalk.com.bd/docs/NCCRFHD_final_circular_04.06.24.pdf

.

.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র

,,

শেরে বাংলা নগর, ঢাকা । www.nccrfhd.org

স্মারক নংঃ-২৭৭/বাতজ্বর/প্রশাঃ/জনবল নিয়োগ সংক্রান্ত/২০২৩-২০২৪/ 99७

1996 নিয়োগ বিজ্ঞপ্তি

তারিখঃ-০৪/০৬/২০২৪ খ্রিঃ ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার ০৩ মার্চ ২০২৪খ্রিঃ তারিখের স্মারক নং-স্বাপকম/প্রশা- ১/এডি/১ সি-০৭/২০১১-৫২৫ মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক “জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র” শেরে বাংলা নগর, ঢাকা এর নিম্নলিখিত রাজস্ব খাতের (১১-২০ গ্রেড) ভূক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রঃ

পদের নাম ও বেতন স্কেল

পদ

নং

(জাতীয় বেতন স্কেল/২০১৫ অনুযায়ী)

সংখ্যা

সর্বোচ্চ বয়সসীমা

১।

পরিসংখ্যানবিদ

সর্বোচ্চ ৩০

১০২০০-২৪৬৮০/-

(এক)টি

বৎসর

(গ্রেড-১৪)

২।

ড্রাইভার

অনূর্ধ্ব ৩০

৯৭০০-২৩৪৯০/- (গ্রেড-১৫)

(দুই)টি

আবেদনের শর্ত ও নির্দেশনাবলীঃ-

১।

বৎসর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী I (খ) কম্পিউটার চালনায় দক্ষতা ।

(ক) কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

রাজবাড়ী,

মন্তব্য

টাঙ্গাইল,

কুমিল্লা, নোয়াখালী, নওঁগা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ।

তবে এতিম ও শারীরিক

প্রতিবন্ধী কোটায় সকল

(খ) ড্রাইভিং লাইসেন্স : ভারী গাড়ি | জেলার প্রার্থী আবেদন

চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স;

(গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন ।

আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।

করতে পারবেন ।

(ক) আগ্রহী প্রার্থীগণ http://nccrfhd.teletalk.com.bd এ ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online-এ আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্যক্ষেত্রে) পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে ।

(খ) নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালন হবে ।

(গ) আবেদনকারীর বয়স ০১/০৬/২০২৪খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) পরিসংখ্যানবিদ (গ্রেড-১৪)-এর ক্ষেত্রে ও সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বৎসর এবং ড্রাইভার (গ্রেড-১৫)-এর ক্ষেত্রে অনূর্ধ্ব ৩০ বৎসর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ (বত্রিশ) বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।

(ঘ) সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক (নির্ধারিত বয়সসীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি পত্র (NOC)-এর মূলকপি বাধ্যতামূলকভাবে জমা দিতে

হবে।

(ঙ) প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখসহ সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।

(চ) প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য পরিচালক, “জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র” শেরে বাংলা নগর, ঢাকা এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে (http://nccrfhd.org.gov.bd) জানা যাবে

প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ সীল মোহর) কর্তৃক সম্পাদিত হতে হবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নেবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক)টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে

হবে।

(ক) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);

(খ) গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। ০৬ (ছয়) মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়;

(গ) প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/ওয়ার্ড-এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি;

(ঘ) শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র/কন্যা বা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে বীর মুক্তিযোদ্ধার সনদপত্রের ফটোকপি দাখিল করতে হবে;

(ঙ)

বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তাছাড়া বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র;

(চ) জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি;

(ছ) ডাউনলোডকৃত-Applicant’s & Admit Card Copy-এর রঙ্গিন প্রিন্ট কপি

প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে

না ।

কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং প্রয়োজনে যে কোনো শর্ত বা অনুচ্ছেদ সংযোজন/সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইন আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য

হবে।

আবেদনের সময়সীমা ও নিয়মাবলী/শর্তাবলী নিম্নরুপঃ-

অনলাইনে আবেদনে আগ্রহী প্রার্থীগণ http://nccrfhd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। (ক) Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০/০৬/২০২৪খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা

(খ)

(গ)

হতে।

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 30/06/2024 খ্রিঃ তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত 1

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বায়াত্তর) ঘন্টার মধ্যে এসএমএস-এ পরীক্ষার ফি জমা দিবেন।

‘ (ঘ) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে

(ঙ)

(চ)

হবে।

Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।

প্রার্থী Online-এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

১৪।

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ-

Online-এ আবেদনপত্র (Application Form)-যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Previwe দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID – ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাইনলোড করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-০১ হতে ০২ পর্যন্ত পদের জন্য ২০০/- (দুইশত) টাকা ও Teletalk- এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ মোট (অফেরতযোগ্য) ২২৩/- (দুইশত তেইশ) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এর আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না ।

১ম এসএমএস :

NCCRFHD <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।

Example : NCCRFHD ABCDE & Send to 16222 নম্বরে।

Reply: Applicant’s Name, Tk. 233 will be charged as application fee. Your PIN is XXXXXXXXXxx. To pay fee type NCCRFHD <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222

নম্বরে ৷

২য় এসএমএস :

NCCRFHD <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: NCCRFHD YES XXXxxxxxxxx.

Reply SMS: Applicant’s Name, Payment completed successfully for NCCRFHD for Application for xxxxxxxxxxx. User ID is (AAAAAAA) and password (xxxxxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://ncerfhd.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বর-টি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

,

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন ।

(ক) User ID জানা থাকলে NCCRFHD <space>Help<space>User <space> User ID and send to 16222. Example: NCCRFHD HELP USER ABCDE and send to 16222.

(খ) PIN Number জানা থাকলে NCCRFHD<space>Help<space>PIN<space>PIN No and send to

16222.

Example: NCCRFHD HELP PIN 123456

Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd ই-মেইলে অথবা যেকোনো টেলিটক নম্বর থেকে কল করুন ১২১ নম্বরে। এছাড়াও বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজ http://www.facebook.com/alljobsbdteletalk-এ প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ম্যাসেজ এর Subject-এ Organization Name : NCCRFHD, Post Name, Applicant’s User ID ও Contact Number-অবশ্যই উল্লেখ করিতে হইবে।

লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সম্পর্কিত সকল তথ্য পরিচালক, “জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র” শেরে বাংলা নগর, ঢাকা এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে (http://ncerfhd.org.gov.bd) পাওয়া যাবে। এছাড়া QR code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মোবাইল মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল http://nccrfhd.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তি-টি ও অন্যান্য তথ্যাদি

পাওয়া যাবে।

১৫।

ডিক্লারেশন : প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Neene Islan

(ডাঃ নীনা ইসলাম) পরিচালক (ভারপ্রাপ্ত)

4.06.2024

জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা ।

সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি

796/20

স্মারক নংঃ-২৭৭/বাতজ্বর/প্রশাঃ/জনবল নিয়োগ সংক্রান্ত/২০২৩-২০২৪/৭৭৩/ ১৫

অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হইলঃ-(জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)।

তারিখঃ-০৪/০৬/২০২৪খ্রিঃ।

১। সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়। (দৃষ্টি আকর্ষণঃ উপ-সচিব,পার-১ শাখা)।

২। মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২ (দৃষ্টি আকর্ষণঃ-সহকারী পরিচালক,সমন্বয়)।

৩। পরিচালক, (প্রশাসন/অর্থ), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২ ।

৪। পরিচালক, (এমআইএস), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা-১২১২ । (উপরোক্ত বিজ্ঞপ্তি খানা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল)

৫। চিফ একাউন্টস এন্ড ফাইন্যান্স অফিসার,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা ।

৬। প্রশাসনিক কর্মকর্তা, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা ।

9

৭। হিসাব শাখা, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা।

৮। এইচ,আর,আই,এস শাখা (তাকে এ সংক্রান্ত যাবতীয় কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হইল।)

৯ । নোটিশ বোর্ড, জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা । ১০। অফিস কপি ।

Neene zen G. 06.2024 Islan

(ডাঃ নীনা ইসলাম)

পরিচালক (ভারপ্রাপ্ত)

জাতীয় বাতজ্বর ও হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, শেরে বাংলা নগর, ঢাকা ।

সভাপতি

বিভাগীয় নির্বাচন কমিটি

Top Search Keyword:

চাকরির বিজ্ঞপ্তি
গার্মেন্টস চাকরি বেতন 2024
আর্জেন্ট চাকরি
সরকারি চাকরি
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা
চাকরির খবর
চাকরির খবর সাপ্তাহিক
চাকরির ডাক
চাকরির বিজ্ঞপ্তি 2024
গার্মেন্টস চাকরি বেতন 2024
মালিকানা ড্রাইভার চাকরি
সরকারি চাকরি app
bd job চাকরি
সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2024
ইপিজেড গার্মেন্টস চাকরির বিজ্ঞপ্তি 2024
কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2024
সৌদি আরবে চাকরির বিজ্ঞপ্তি 2024
শোরুম চাকরির বিজ্ঞপ্তি 2024
এইচএসসি পাস চাকরির বিজ্ঞপ্তি 2024
সরকারি চাকরির বিজ্ঞপ্তি
খুলনা চাকরির বিজ্ঞপ্তি 2024
কুমিল্লা চাকরির বিজ্ঞপ্তি 2024
যশোর চাকরির বিজ্ঞপ্তি 2024
ansar vdp চাকরির বিজ্ঞপ্তি
boesl চাকরির বিজ্ঞপ্তি 2024

সরকারি চাকরির খবর ২০২৪

সরকারি চাকরির খবর

বেসরকারি চাকরির খবর

চলমান সরকারি চাকরির খবর ২০২৪

বেসরকারি চাকরির খবর ২০২৪

সরকারি চাকরির বিজ্ঞপ্তি

এনজিও চাকরির খবর

এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৪

এনজিও চাকরির আবেদন পত্র

এসএসসি পাশে এনজিও চাকরি

এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

এইচএসসি পাশে এনজিও চাকরি

এনজিও চাকরির খবর ২০২৪

সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা ৭ জুন ২০২৪

সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা ৭ জুন ২০২৪

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ৭ জুন ২০২৪

জাতীয় বাতজ্বর হৃদরোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (nccrfhd) তে বিভিন্ন পদে নিয়োগ

Leave a Comment