ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (nib) তে বিভিন্ন পদে নিয়োগ

Daily Jobs Circular

.

.


Deadline:
12 Jun 2024

উৎসঃ দৈনিক ইত্তেফাক

স্থানঃ বাংলাদেশ

আরো দেখুন ……….

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (nib) তে বিভিন্ন বিষয়ে ফেলোশিপ বিজ্ঞপ্তি ১০/০৬

🇧🇩~ নিয়োগ বিজ্ঞপ্তি ~🇧🇩

আবেদন শুরুঃ ১৬ মে ২০২৪

পদ সংখ্যাঃ ১৬ টি

প্রতিষ্ঠানঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (nib)

আবেদন ফিঃ ৫০০/- ও ১০০০/- টাকা

পদের নামঃ

  • Post-Doctoral Fellow
  • Doctoral Fellow
  • Post-Graduate
  • Fellow MSc

আবেদন শেষঃ ১১ জুন ২০২৪

আবেদন লিংকঃ http://nibf.teletalk.com.bd/

সম্পূর্ণ সার্কুলার পিডিএফঃ http://nibf.teletalk.com.bd/docs/NIBF.39.06.2672.001.11.001.24.314.pdf

.

.

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

গণকবাড়ী, সাভার, ঢাকা-১৩৪৯

স্মারক: ৩৯.06.2672.001.11.001.24.314

ফেলোশিপ বিজ্ঞপ্তি

২৫ বৈশাখ ১৪৩১

৮ মে ২০২৪

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজিতে “এনআইবি রিসার্চ ফেলোশিপ” এর আওতায় জীবপ্রযুক্তি বিষয়ে উচ্চতর গবেষণার জন্য নিম্নবর্ণিত ফেলোশিপ প্রদানের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

ক্রমিক

নং

ফেলোশিপের নাম ও ভাতার পরিমাণ

১।

পোস্ট ডক্টরাল ফেলো

16

81

মাসিক ৬০,০০০/-টাকা ও বার্ষিক আনুষঙ্গিক ভাতা ১,২০,০০০/- টাকা ।

ডক্টরাল ফেলো

মাসিক ৪০,০০০/-টাকা ও বার্ষিক আনুষঙ্গিক ভাতা ৮০,০০০/-টাকা।

পোস্ট গ্র্যাজুয়েট ফেলো মাসিক ২৫,০০০/-টাকা ও বার্ষিক আনুষঙ্গিক ভাতা ৫০,০০০/-টাকা।

এমএসসি/এমএস থিসিস ফেলো

মাসিক ১৫,০০০/- টাকা।

সাধারণ শর্তাবলি:

সংখ্যা

প্রয়োজনীয় যোগ্যতা

১. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি;

২. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়;

৩. প্রার্থীর পিএইচডি পর্যায়ে স্বীকৃত দেশি/ বিদেশি জার্নালে First author হিসেবে কমপক্ষে একটি (১) বৈজ্ঞানিক নিবন্ধ থাকতে হবে।

১. বিশ্ববিদ্যালয়ে জীবপ্রযুক্তি বিষয়ে পিএইচডি ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (সুপারভাইজরি টিমে এনআইবি’র একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত) (২) স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

১.স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবপ্রযুক্তি বিষয়ে এমএস/এমএসসি (থিসিস)/এমফিল ডিগ্রিধারী বা বিশ্ববিদ্যালয়ে এমফিল ডিগ্রির জন্য নিবন্ধনকৃত (সুপারভাইজরি টিমে এনআইবি’র একজন বিজ্ঞানী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত);

২.স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ন্যূনতম ৩টি প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

এনআইবি’র এমএস/এমএসসি থিসিস গবেষণা কার্যক্রম পরিচালনার নীতিমালা অনুসারে এনআইবি-তে পূর্ণকালীন থিসিস অধ্যয়নরত বা থিসিস এর জন্য মনোনীত

১. সকল প্রকার থিসিস/গবেষণার কাজ আবশ্যিকভাবে এনআইবি’তে এবং এনআইবি’র একজন গবেষণা তত্ত্বাবধায়কের অধীনে সম্পন্ন করতে হবে। ২. বায়োইনফরমেটিক্স বিভাগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স/আইসিটি বিষয়ে ডিগ্রীধারীগণও আবেদন করতে পারবে।

৩. আবেদন জমাদানের শেষ তারিখে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর, ডক্টরাল ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৪০ বছর এবং পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপের জন্য অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

৪. ‘জাতীয় জীবপ্রযুক্তি নীতির’ কর্মপরিকল্পনা অনুযায়ী এনআইবিতে চলমান গবেষণা প্রকল্পগুলোর সাথে সংগতিপূর্ণ একটি প্রকল্প প্রস্তাব অনলাইন আবেদনপত্রের সাথে (নিম্নে প্রদত্ত ছক অনুযায়ী, pdf ফাইল) সংযুক্ত করতে হবে (সর্বোচ্চ ২ পৃষ্ঠা, 500 KB এর মধ্যে)। এজন্য সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা যেতে পারে।

1.Title of the project, 2. Scientific background: a. Significance of the proposed research, b. Related work already performed or in progress at home/abroad, c. Research objectives, . Research plan including methods or techniques, 8. Expected outcome, &. References

৫. প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত প্রার্থীদের সাক্ষাৎকারের সময় প্রস্তাবিত গবেষণা প্রকল্প পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করতে হবে (উপস্থাপনার সময়: পোস্ট ডক্টরাল/ ডক্টরাল ফেলো ১০ মিনিট এবং পোস্ট গ্র্যাজুয়েট ফেলো ও এমএসসি/এমএস থিসিস ৫ মিনিট)।

৬. ডক্টরাল এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ প্রাথমিকভাবে ১ বছর। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে মূল্যায়ন কমিটির সুপারিশ আলোকে পর্যায়ক্রমে ১ বছর করে ডক্টরাল ফেলোশিপের মেয়াদ ৩ বছর এবং পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ ২ বছর বৃদ্ধি করা যেতে পারে।

৭. পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপের মেয়াদ প্রাথমিকভাবে ১ বছর এবং এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের মেয়াদ ৬ মাস। গবেষণার সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে মূল্যায়ন কমিটির সুপারিশের আলোকে পোস্ট গ্র্যাজুয়েট ফেলোশিপের মেয়াদ ১ বছর ও এমএস/এমএসসি (থিসিস) ফেলোশিপের মেয়াদ ৬ মাস বৃদ্ধি করা যেতে পারে।

৮. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি

(ক) http://nibf.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা নিম্নরূপঃ

(i) আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময়ঃ ১৬ মে ২০২৪, সকাল ১০:০০টা। (ii) আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়ঃ ১২ জুন ২০২৪, বিকাল ৪:০০টা

উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ, আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিবে।

(খ) প্রার্থীর রঙিন ছবি (300×300 Pixel) ও স্বাক্ষর (৩০০x৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবি সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষর ৬০ KB হবে।

(গ) পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। অতএব, আবেদনপত্র Submit করার পূর্বে সকল তথ্যের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। (ঘ) দাখিলকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এবং সাক্ষাৎকারের সময় এক কপি জমা দিতে হবে।

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণপূর্বক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা হলে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা হলে প্রার্থী User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবে। উক্ত Applicant’s copy প্রার্থী Download করে রঙিন প্রিন্ট সংরক্ষণ করবে। এতে একটি User ID দেয়া থাকবে এবং তা ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile এর মাধ্যমে ২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ ১ ও ২ নং ক্রমিকের প্রার্থীরা ১০০০/- টাকা, ৩ ও ৪ নং ক্রমিকের প্রার্থীরা ৫০০/- টাকা, ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবে। উল্লেখ্য, আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে না।

প্রথম SMS: NIBF <Space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে |

Example: NIBF ABCDEF

Reply Applicant’s Name, TK. ( 1000 /500) will be charged as application fee. Your PIN is 12345678.

To Pay fee Type NIBF <Space>Yes<Space> PIN and send to 16222

দ্বিতীয় SMS: NIBF <Space>Yes<Space>PIN লিখে send করতে হবে 16222 নম্বরে |

Example: NIBF Yes 12345678

Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for

Application for ( post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxx).

(চ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://nibf.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে ফেলোশিপ সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে। এজন্য উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করা বাঞ্ছনীয়।

(ছ) SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র Download পূর্বক রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রটি সাক্ষাৎকারের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।

(জ) শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে User ID এবং PIN পুনরুদ্ধার করা যাবে।

(i) User ID জানা থাকলে NIBF <Space>Help<Space>User<Space>User ID and Send to 16222. Example: NIBF Help USER ABCDEF

(ii) PIN Number জানা থাকলে NIBF<Space>Help<Space>PIN<Space>PIN Number and Send to 16222 Example: NIBF Help PIN 12345678

(ঝ) অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা nibmanpower2015@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। (Mail এর subject-এ Organization Name: NIBF, Fellowship Name: *****, Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।)

(ঞ) বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর http://nib.gov.bd এবং http://nibf.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ৯. সাক্ষাৎকারের সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (থিসিসসহ), অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূলকপি প্রদর্শন করতে হবে এবং Applicant Copy ও সকল সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে।

১০.সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

১১. আবেদনপত্র গ্রহণ, বাতিল, নিয়োগ এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধিসহ সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ১২.কোন তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) E-mail: dgnibbd@gmail.com

Top Search Keyword:

চাকরির বিজ্ঞপ্তি
গার্মেন্টস চাকরি বেতন 2024
আর্জেন্ট চাকরি
সরকারি চাকরি
চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা
চাকরির খবর
চাকরির খবর সাপ্তাহিক
চাকরির ডাক
চাকরির বিজ্ঞপ্তি 2024
গার্মেন্টস চাকরি বেতন 2024
মালিকানা ড্রাইভার চাকরি
সরকারি চাকরি app
bd job চাকরি
সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2024
ইপিজেড গার্মেন্টস চাকরির বিজ্ঞপ্তি 2024
কমিউনিটি ক্লিনিক চাকরির বিজ্ঞপ্তি 2024
সৌদি আরবে চাকরির বিজ্ঞপ্তি 2024
শোরুম চাকরির বিজ্ঞপ্তি 2024
এইচএসসি পাস চাকরির বিজ্ঞপ্তি 2024
সরকারি চাকরির বিজ্ঞপ্তি
খুলনা চাকরির বিজ্ঞপ্তি 2024
কুমিল্লা চাকরির বিজ্ঞপ্তি 2024
যশোর চাকরির বিজ্ঞপ্তি 2024
ansar vdp চাকরির বিজ্ঞপ্তি
boesl চাকরির বিজ্ঞপ্তি 2024

সরকারি চাকরির খবর ২০২৪

সরকারি চাকরির খবর

বেসরকারি চাকরির খবর

চলমান সরকারি চাকরির খবর ২০২৪

বেসরকারি চাকরির খবর ২০২৪

সরকারি চাকরির বিজ্ঞপ্তি

এনজিও চাকরির খবর

এইচএসসি পাশে এনজিও চাকরি ২০২৪

এনজিও চাকরির আবেদন পত্র

এসএসসি পাশে এনজিও চাকরি

এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

এইচএসসি পাশে এনজিও চাকরি

এনজিও চাকরির খবর ২০২৪

সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা ২৪ মে ২০২৪

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২৪ মে ২০২৪

সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৪ মে ২০২৪

ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (nib) তে বিভিন্ন পদে নিয়োগ

Leave a Comment